
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয়দের জন্য বিরাট সুখবর। এবার থেকে ব্রিটেনে গিয়ে ভারতীয়রা কাজ করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, সেখানে প্রবেশ করতে পারবেন এবং ২ বছরের জন্য থাকতে পারবেন। ইউকে ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম ২০২৫ সেই কাজই করবে। ১৮ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারটি থাকবে বলে জানা গিয়েছে।
এই স্কিমের অন্তর্গত ৩ হাজার ভারতীয়কে এই অফার দেওয়া হবে। এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ব্রিটেনের সরকারও। যাদের বয়স ১৮ থেকে ৩০ বছর তারা এর জন্য আবেদন করতে পারেন। এবিষয়ে প্রয়োজনীয় আবেদন করতে পারেন সকল ভারতীয়রাই। সেখানে নিজের নাম, জন্ম তারিখ, পাসপোর্ট, ফোন নম্বর, ইমেল সব একসঙ্গে করে জমা দিতে হবে। যাদেরকে বাছাই করা হবে তাদেরকে এই ভিসা দেওয়া হবে।
আগামী দুসপ্তাহের মধ্যে যারা ব্রিটেনে যাবেন তাদের নাম জানিয়ে দেওয়া হবে। এরপর যদি তাদের নাম বাছাই হয়ে যায় তাহলে তাদেরকে পরবর্তী পদক্ষেপগুলি করতে হবে। যাদেরকে ব্রিটেন এবং ভারত সরকার মনে করবে তারাই সেখানে যেতে পারবেন বা এই সুযোগ নিতে পারবেন। ২ বছর সেখানে থাকার পর তাদেরকে ভারতে ফিরতে হবে। যারা মনে করছেন এই সময় ব্রিটেনে গিয়ে নিজেদের কাজ করতে পারবেন তারা আবেদন করতে পারবেন।
ভারত-ব্রিটেন সম্পর্ক বরাবরই ভালো। তাই প্রতি বছর ভারত থেকে বহু পড়ুয়া ব্রিটেনে গিয়ে নিজেদের কেরিয়ারকে গড়ে তোলেন। ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়রা পড়াশোনা করে সেখানে নানা ধরণের কাজের সঙ্গে যুক্ত হন। আবার অনেকে সেদেশ থেকে ভারতে ফিরে এসে নানা ধরণের কাজের সঙ্গে যুক্ত হয়ে যান।
এবিষয়ে ব্রিটেন সরকার বেশ কয়েকটি নিয়ম তৈরি করেছে। সেগুলি মেনেই ভারতীয়রা সেদেশে গিয়ে কাজ করে থাকেন। ব্রিটেনে গিয়ে বহু ভারতীয় দেশের নাম উজ্জ্বল করেছেন। তাই এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে ব্রিটেন সরকার। তাই এবার এই ধরণের একটি স্কিম করা হল।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা